ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, আগস্ট ২৭, ২০২০
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ আগস্ট (সোমবার) ওই ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।  

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী ও মো. সিদ্দিকুর রহমান। আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মান ও মো. মিজানুর রহমান ভূঁইয়া।  

চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধানরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।