ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ল্যাসিক গ্রুপ নিয়ে এলো ৬ লেয়ার বিশিষ্ট মাস্ক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, আগস্ট ১৮, ২০২০
ক্ল্যাসিক গ্রুপ নিয়ে এলো ৬ লেয়ার বিশিষ্ট মাস্ক ..

ঢাকা: কোভিড-১৯ মহামারি মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে মাস্ক। সরকার ইতোমধ্যে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করে দিয়েছে এবং সঠিকভাবে তা ব্যবহার করার ওপর গুরুত্ব আরোপ করেছে ঠিক এসময়ে ক্ল্যাসিক গ্রুপ নিয়ে এলো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড কেনেথ কোল নিউইয়র্কের ছয় লেয়ার বিশিষ্ট এন্টি ব্যাকটেরিয়াল সিস্টেম সমৃদ্ধ মাস্ক।

এ মাস্কের সব থেকে চমকপ্রদ বৈশিষ্ট হচ্ছে মাস্কটি নিয়ম মেনে ধৌত করে ৩০ বার পর্যন্ত ব্যবহার করা সম্ভব। মাস্কটি পাওয়া যাবে প্রসিদ্ধ ই-কমার্স সাইট দারাজ, ইভ্যালি ও ক্লিক এন শপে।

এ মাস্কটি মূলত মুখের বেশির ভাগ অংশ ঢাকার পরে সব গতিবিধিতেও সঠিক অবস্থান বজায় রাখতে সক্ষম। খুব হালকা ও আরামদায়ক ফেব্রিক সমৃদ্ধ এ মাস্কে নিঃশ্বাস নেওয়াটা বাজারে অবস্থানরত অন্য মাস্কের তুলনায় সহজ। কেনেথ কোলের এ মাস্কের ব্যাক্টেরিয়াল ও ভাইরাল ফিল্টারেশন সুবিধা ৯৫ শতাংশের বেশি ভাইরাস ও ব্যাকটেরিয়া রোধ করতে সক্ষম। মাস্কটির পিএফই (পার্টিকেল ফিল্টারেশন ইফিশিয়েন্সি) সাব মাইক্রন লেভেরের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাও আটকে দেয়।

ছয় লেয়ারের এ মাস্কের সর্ব ভেতরের অংশে থাকছে আর্দ্রতা নিয়ন্ত্রণকারী এন্টিব্যাকটেরিয়াল ফিনিশিং ইনার লেয়ার। এর ওপর থাকছে একটি স্প্যান বন্ড লেয়ার, যা ফ্লুইড প্রটেকশন দেয়। এর পরবর্তীতে থাকছে দু’টি মেল্ট ব্লোন লেয়ার, যা বাতাসে থাকা এন্টিব্যাকটেরিয়া এবং অতি ক্ষুদ্র সব কণাকে আটকে দিতে সক্ষম। যথাক্রমে এর পর থাকছে আরেকটি স্পান বন্ড লেয়ার এবং একটি আর্দ্রতা নিয়ন্ত্রণকারী এন্টিব্যাকটেরিয়াল ফিনিশিং আউটার লেয়ার।

এ ব্যাপারে ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর মোহাম্মাদ ইরফান আজিম বলেন, বর্তমানে ভালো মানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল এবং নকল ও নিম্নমানের মাস্কে বাজার সয়লাব হয়ে গেছে। তাই গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা এ মাস্ক নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি, যা ঘরে বসেই খুব সহজে ও সুলভ মুল্যে অনলাইনে অর্ডার করে ক্রেতারা পেয়ে যাবেন।

কেনেথ কোল নিউইয়র্ক প্রায় ৩৫ বছর ধরে ফ্যাশন শিল্পে তাদের অসাধারণ নৈপুণ্যের জন্য সমাদৃত হয়ে আসছে।

সর্বোচ্চ মান বজায় থেকে দীর্ঘদিন ব্যবহার উপযোগ্য পণ্য উৎপাদন করাই তদের লক্ষ্য। এ মহামারিতে পুনঃব্যবহারযোগ্য উচ্চমান সম্পন্ন মাস্ক বাজারে এনে কেনেথ কোল নিউইয়র্ক আবার তাদের লক্ষ্যের প্রতিফলন ঘটালো।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।