ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক ও প্রিমাডলারের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, আগস্ট ৫, ২০২০
ওয়ান ব্যাংক ও প্রিমাডলারের চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: বাংলাদেশি রপ্তানিকারকদের ফ্যাক্টরিং সুবিধা দিতে ওয়ান ব্যাংক লিমিটেড ও প্রিমাডলার অপারেশনস্ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর মাধ্যমে ওয়ান ব্যাংকের গ্রাহকরা তাদের বিদেশি ক্রেতাদের কাছে বর্ধিত মেয়াদে মূল্য পরিশোধের ভিত্তিতে রপ্তানি করতে পারবেন।

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং প্রিমাডলার অপারেশনস্ লিমিটেডের কান্ট্রি-লিড মুনাওয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ইভিপি ও আর্ন্তজাতিক বিভাগের প্রধান মো. বেলায়েত হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।