ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, জুলাই ৩০, ২০২০
বেনাপোল বন্দরে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ফাইল ফটো

বেনাপোল (যশোর): ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার (৩১ জুলাই) সাপ্তাহিক ছুটি এবং ১ ও ২ আগস্ট ঈদের ছুটিতে এ পথে বাণিজ্য বন্ধ থাকবে। ৩ আগস্ট থেকে পুনরায় এ পথে বাণিজ্য শুরু হবে। এছাড়া ঈদের ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি আরও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।