ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাবুলের মৃত্যুতে মিনিস্টার ও মাইওয়ান পরিবারের শোক

82 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুলাই ১৪, ২০২০
বাবুলের মৃত্যুতে মিনিস্টার ও মাইওয়ান পরিবারের শোক

ঢাকা: যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিনিস্টার ও মাইওয়ান পরিবার।

শোক বার্তায় মিনিস্টার ও মাইওয়ান পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় আরও বলা হয়, নুরুল ইসলাম বাবুল ছিলেন দেশের ব্যবসা জগতের উজ্জ্বল নক্ষত্র।

এছাড়া তিনি ছিলেন একজন সাহসী মানুষ। তার গঠিত প্রতিষ্ঠানগুলো অর্থনীতি ও কর্মস্থানে বিশাল ভূমিকা পালন করে চলেছে। তাকে হারিয়ে জাতি একজন মহান শিল্প উদ্যোক্তাকে হারিয়েছে।

এর আগে সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) নুরুল ইসলাম বাবুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।