ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পশুর হাটে স্থাপন করা হবে জীবাণুনাশক টানেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জুলাই ৯, ২০২০
খুলনায় পশুর হাটে স্থাপন করা হবে জীবাণুনাশক টানেল

খুলনা: স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট বসাতে হবে। রেলস্টশনের পাশে বা বিনা অনুমতিতে কোনো হাট বসানো যাবে না। করোনা ভাইরাস প্রতিরোধে পশুর হাটে জীবাণুনাশক টানেল স্থাপন করা হবে। এবছর কোনো বয়স্ক এবং শিশুদের পশুর হাটে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেককে মাস্ক পরে গরুর হাটে প্রবেশ করতে হবে। হাটের প্রবেশ পথে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। এছাড়া করোনার কারণে এ বছর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে অনলাইনের মাধ্যমে পশু ক্রয়-বিক্রয় করা হবে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে কোরবানির পশুর হাট বিষয়ে এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অনলাইন ও ভার্চ্যুয়াল পশুর হাট সম্পর্কে, অবৈধভাবে পশুর হাট যাতে বসতে না পারে, পশুর হাটে ওয়াকিটকি ব্যবহার, হাটের অবকাঠামোর উন্নয়ন, নিরাপত্তা সংক্রান্ত, ড্রেনেজ ব্যবস্থা ও নিচু জায়গা ভরাট করাসহ বিস্তারিত আলোচনা হয়।

সভায় কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবার টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, বাজার পর্যাবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমাম হাসান চৌধুরী ময়না, মো. আনিছুর রহমান বিশ্বাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

পরে মেয়র খুলনার এক বিশিষ্ট ব্যবসায়ীর দেওয়া করোনা ভাইরাস প্ররিরোধে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা খুলনা মেডিক্যার কলেজ ও হাসপাতালের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।