ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলায় বুকিং দিলেই পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, ডিসেম্বর ২৬, ২০১৯
রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলায় বুকিং দিলেই পুরস্কার

ঢাকা: রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটসের প্রকল্পে বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বুধবার (২৫ ডিসেম্বর) ইউএস-বাংলার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শীতকালীন রিহ্যাব ফেয়ারে শুরু থেকেই মেলার কো-স্পন্সর ইউএস-বাংলা এসেটসের স্টলে দর্শকদের অভাবনীয় ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবারের শীতকালীন রিহ্যাব ফেয়ার, যা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে ইউএস-বাংলার স্মার্ট সিটি পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলার স্টল নম্বর-২১।

ইউএস-বাংলা এসেটস ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টি নন্দন সুবিশাল খেলার মাঠ, যার আয়তন ২০ বিঘা। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে প্রকল্পে থাকছে সোলার হোম সলিউশন। দেশি-বিদেশি গাছের সমন্বয়ে এগিয়ে চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।