ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মিরসরাইয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রক্ষায় ব্যয় বাড়লো 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
মিরসরাইয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রক্ষায় ব্যয় বাড়লো 

ঢাকা: মিরসরাই উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে ৫০৭ কোটি ৩৪ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাবসহ মোট ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  

সভা শেষে অনুমোদিত বিভিন্ন প্রস্তাব নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, মিরসরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিযন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় স্লোব নির্মাণ, খাল খননের কাজ করা হবে।

 

‘প্রকল্পে নতুন করে ৫০৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে। আগে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১২৪কোটি টাকা। মোট এক হাজার ৬৩১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে। ’

এদিকে সভায় সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় বিজেএমসির কাছ থেকে প্রতিটি ৩০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন এক কোটি পিস হেসিয়ান বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি বস্তা ৫৪ টাকা করে মোট ৯৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে। বিজিএমসি এসব বস্তা সংগ্রহ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিং অপারেশনে নিযোজিত দুইটি গ্যান্টি ক্রেনের বড় ধরনের মেরামত ও তৎপরবর্তী এক বছরের মেরামত সংরক্ষণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় হবে ৬১ কোটি ৩০ লাখ টাকা।  

এছাড়া বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন প্যাকেজ ২ এর ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে নতুন ব্যয় বেড়েছে ৩৯ কোটি ১৯ লাখ টাকা।  

আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৮৮ কোটি ৫৮ লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় দাঁড়ালো ১২৭ কোটি ২৭ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জিসিজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।