ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাথাপিছু আয় বেড়েছে ১২ হাজার ৩৬৭ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মাথাপিছু আয় বেড়েছে ১২ হাজার ৩৬৭ টাকা সাধারণ মানুষ (ফাইল ফটো)

ঢাকা: গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৪৯ মার্কিন ডলার বা ১২ হাজার ৩৬৭ টাকা (প্রতি ডলার সমান ৮৩ টাকা হিসেবে)। অন্যদিকে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৭-১৮ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৭-১৮ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রফতানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগর পরিমাণ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং জাতীয় আয় গত অর্থবছরের ১ হাজার ৬০২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে।

তিনি আরও জানান, আগের অর্থ বছরের তুলনায় দেশের মোট পণ্য রফতানির পরিমাণ ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক এক মিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৫ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ বেশি। অন্যদিকে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৩১ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স এসেছে ১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

সচিব বলেন, ২০১৭-১৮ অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে (ইপিজেড ও নন ইপিজেড) ২ দশমিক ৫৮১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ বেশি। এসময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমাপ্তিযোগ্য মোট ৩০০ প্রকল্পের মধ্যে ২৭৩টি প্রকল্প শেষ হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ সালে দেশে দারিদ্রের হার ছিলো ২৩ দশমিক ১ শতাংশ। ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। চরম দারিদ্রের হার গত বছরের ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে গেছে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জন বাংলাদেশি। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৯০৭ জন নারী।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।