ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জানুয়ারি ১৪, ২০১৮
জয়পুরহাটে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু

জয়পুরহাট: জয়পুরহাটে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. জিয়াউল হক জিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মেলা কমিটির আহবায়ক নূর মোহাম্মদ আজাদ রাবী, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, জয়পুরহাটের সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বারের পরিচালক দেওয়ান বেদারুল ইসলাম বেদীন প্রমুখ।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি জেলা শহরে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।