ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতার্তদের জন্য বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
শীতার্তদের জন্য বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের কম্বল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীতার্ত অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ১০ হাজার কম্বল দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান এ কম্বল গ্রহণ করেন।

এ সময় কম্বল হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন।

হস্তান্তর প্রক্রিয়ার সময় ব্যাংকের কর্পোরেট সোস্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ বছর শীতার্ত মানুষের জন্য ১ লাখ ৫২ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে ৫২ হাজার কম্বল, ৭৫ হাজার চাদর ও শিশুদের জন্য ২৫ হাজার সোয়েটার।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।