ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে: বিএসইসির চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, মার্চ ১৪, ২০২৫
পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে: বিএসইসির চেয়ারম্যান

ঢাকা: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে।

রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রমজানকে কাজে লাগাবো। সংযমের সঙ্গে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।  

সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শারমিন রিনভী, সিএমজিএফের সাবেক সভাপতি জিয়াউর রহমান ও তৌহিদুল ইসলাম মিন্টু, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও  ডিএসইর সাবেক প্রসিডেন্ট শাকিল রিজভী।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।