ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুদিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
দুদিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ডাকা সরকারি ছুটিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে টানা দুদিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর।  

দুদিন বন্ধ থাকার বুধবার (৭ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

এতে গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্ধের এ সময়টিতে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।  

বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি ট্রাক ভারত ও ভুটানে গেলেও বাংলাদেশে এসেছে ২৭টি ট্রাক।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্দরটি দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার থেকে মঙ্গলবার (৫-৬ আগস্ট) সরকারি ছুটিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।