ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে এক পরিবারের তিন জনের বেশি পরিচালক নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ব্যাংকে এক পরিবারের তিন জনের বেশি পরিচালক নয়

ঢাকা: ব্যাংকে এক পরিবারে তিনের অধিক পরিচালক থাকতে পারবেন না, সম্পর্কিত ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ১৫(১০) ধারা পরিপালনে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই আইন পালন করতে স্বল্প সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে আনতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে,ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ১৫(১০) ধারা পরিপালনের বিষয়ে গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং উক্ত তারিখ হতে কার্যকর ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সালের ১৩ নং আইন) এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮) এর ১৫(১০) ধারায় কোনো একক পরিবার হতে চারজনের বেশি সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে থাকতে পারবেন না মর্মে উল্লেখ ছিল। ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫ এর উপধারা (১০) সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন অথবা কোনো ব্যাংক-কোম্পানির সংঘ স্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, কোনো একক পরিবার হতে ৩ (তিন) জনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে থাকতে পারবেন না।  

এমতাবস্থায়, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ১৫ এর উপধারা (১০) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যাংক-কোম্পানির কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য হতে কোনো পরিচালক উক্ত পদত্যাগ করবেন তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে এবং পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২ কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।