ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মমতা

কলকাতা: বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টম্বর) সন্ধ্যায় কলকাতাস্থি বাংলাদেশ উপদুতাবাসে পাঠানো হয় ফুল এবং কলকাতার ঐতিহ্যশালী মিষ্টি।

সেই সাথে প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এক বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।  

উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হবে বাংলাদেশে।

মমতার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক দিদি-বোনের মতো তা, বাংলার প্রতিটা মানুষ জানেন। সে কারণে বোন মমতার প্রতি শেখ হাসিনার আন্তরিক ভালোবাসাটাও অন্যরকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের আমসহ বিভিন্ন সময়ে উপহার পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সম্প্রতি ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই সফরে নয়াদিল্লি, মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা।

৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে কলকাতার নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, পূজার সময় আমি শেখ হাসিনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আমিও ঈদের সময় পাঠাই। উনি আম, ইলিশ পাঠায়। আমরাও যতটা পারি করি।

ফলে দুই নেত্রীর রাজনৈতিক বা দাবি-দাওয়া সম্পর্কে কোনও কিছুরই ছাপ সেভাবে ফেলতে পারে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছু পরিস্থিতিতে ‘বন্ধুর’ হলেও হাসিনা-মমতার সম্পর্ক একই রকম রয়ে গেছে।

প্রধনমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলকাতায় অবস্থিত ইন্দো-বাংলা প্রেসক্লাবও শুভেচ্ছা জানিয়েছে। সংগঠনটি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ইন্দো বাংলা প্রেসক্লাব, কলকাতার তরফে আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার নেতৃত্বে দেশ এগিয়ে চলুক, বজায় থাকুক ভারত-বাংলাদেশ মৈত্রী। সেই সঙ্গে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ’

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। সেই উপলক্ষে বাংলাদেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে কাঁটাতারের বেড়া দুই পারের বাঙালির চিন্তন, মননকে আলাদা করতে পারেনি। তাই যেন আরও একবার প্রমাণ করল ভারতের পশ্চিমবঙ্গ।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ভিএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।