ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

করোনায় আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
করোনায় আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী লিলি চক্রবর্তী।

কলকাতা: ভারতের কিছুটা প্রভাব কমলেও এখন নিস্তার পাওয়া যায়নি করোনা দাপট থেকে। ফলে সাধারণের পাশাপাশি করোনার প্রভাব থেকে বাদ পড়ছেন না তারকারাও।

এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী।

করোনা শনাক্ত হলেও অভিনেত্রীর শরীরে তেমন কোনো উপসর্গ নেই। ফলে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮০ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেত্রী। বাংলা ধারাবাহিক বৃদ্ধাশ্রম সেশন টু’এর শ্যুটিং করছিলেন লিলি চক্রবর্তী।  

মঙ্গলবার (১৯ জানুয়ারি) আচমকাই তার জ্বর আসে। শুটিং বন্ধ করে চিকিৎসকের কথা মতো করোনা পরীক্ষা করান অভিনেত্রী। পরীক্ষার পরই তার রিপোর্ট পজিটিভ আসে।

রিপোর্ট পজিটিভ এলেও সেরকম কোনো উপসর্গ না থাকায়, আপাতত হাসপাতালে ভর্তি করা হয়নি তাকে। তবে হাসপাতালের ব্যবস্থা করা আছে। অভিনেত্রীর শরীর আরও খারাপ হলে, অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে বলেই জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।