ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বামীর বিরুদ্ধে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে খুনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
স্বামীর বিরুদ্ধে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতীকী ছবি

আগরতলা (ত্রিপুরা): স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।  

সোমবার (১১ জানুয়ারি) ঘটনাটি ঘটে ত্রিপুরার ধলাই জেলা আমবাসা কলোনি এলাকায়।

যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন- নারায়ন দাস। তার বাড়ি আগরতলার হাঁপানিয়া এলাকায়।  

জানা যায়, এদিন সকালের ট্রেনে করে নারায়ন আগরতলা থেকে আমবাসায় পৌঁছায়। সেখান থেকে আমবাসা কলোনি এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী জয়া শাহী ও শাশুড়ি কাজল শাহীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় জয়া ও তার মা কাজল শাহীকে কুলাই হাসপাতলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা বলে ধারণা এলাকাবাসীর।
আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাদ্রি সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে স্ত্রী ও শাশুড়িকে খুন করার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।