ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মুজিবনগর দিবসে কলকাতায় আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মুজিবনগর দিবসে কলকাতায় আলোচনা সভা মুজিবনগর দিবসে কলকাতায় আলোচনা সভা

কলকাতা: কলকাতায় মুজিবনগর দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা।


 
১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেন। পরে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। সেদিনের এই সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি। ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি এই ভবনটির যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।
 
এরপর বিকেলে ৮ নম্বর থিয়েটার রোডের ওই ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপ হাই কমিশনার জকি আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা সম্মাননা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত, দূরদর্শনের সাবেক অনুষ্ঠান প্রযোজক ও বিশিষ্ট সাংবাদিক ভবেশ দাস।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ভিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।