ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা ফিরলেন অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
   আগরতলা ফিরলেন অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার

আগরতলা: সোমবার (২২ আগস্ট) আগরতলা ফিরে এলেন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী।

তাদের স্বাগত জানাতে আগরতলা বিমানবন্দরে উপস্থিত ছিলেন দীপার বাবা দুলাল কর্মকার ও মা গৌরী কর্মকার।

বিমানবন্দর থেকে দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে হুড খোলা জিপে করে আস্তাবল ময়দানে নিয়ে আসা হয়।

রাস্তার দুই পাশে অগণিত মানুষ এ সময় দীপা ও তার কোচকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। তাদের শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা। দীপা’র রাজ্যের ফেরার আনন্দে এদিন ত্রিপুরার স্কুলে ছুটি ঘোষণা করা হয়।

রাস্তায় এত ভিড় ছিল যে বিমানবন্দর থেকে মাত্র ১১ কিমি দূরের আস্তাবল ময়দান পর্যন্ত জিপে করে আসতে দেড় ঘণ্টার বেশি সময় লাগে।  

দীপা ত্রিপুরাসহ ভারতবাসীকে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।