ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাম-কংগ্রেসকে হাত মিলিয়ে লড়াইয়ের আবেদন রাহুল গান্ধীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, এপ্রিল ২, ২০১৬
বাম-কংগ্রেসকে হাত মিলিয়ে লড়াইয়ের আবেদন রাহুল গান্ধীর

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়াই করার ডাক দিলেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার (২ এপ্রিল) রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতারাও।

এই দিন পশ্চিমবঙ্গের আসানসোলের সভা থেকে রাহুল গান্ধী একদিকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, অন্যদিকে তাঁর নি‍শানায় ছিল বিজেপি। তিনি বলেন পশ্চিমবঙ্গের একনায়কতন্ত্র চান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে পশ্চিমবঙ্গে সারদা আর্থিক প্রতারণা মামলা, নারদ স্ট্রিং কাণ্ড থেকে শুরু করে উড়াল সেতু ভেঙে পড়ার ঘটনায় তিনি রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন বাম এবং কংগ্রেস কর্মীরা।

রাহুল গান্ধীর পর চলতি মাসের শেষে পশ্চিমবঙ্গে আসতে পারেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীও। কংগ্রেস সূত্রে এমন খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।