ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভেঙেপড়া উড়ালসেতু পরিদর্শনে রাহুল গান্ধী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, এপ্রিল ২, ২০১৬
ভেঙেপড়া উড়ালসেতু পরিদর্শনে রাহুল গান্ধী

কলকাতা: কলকাতায় ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালসেতু অবস্থা দেখতে ঘটনাস্থলে হাজির হলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

শনিবার (০২ এপ্রিল) সকালে দুর্ঘটনা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং উদ্ধার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।


এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এরপর তিনি চলে যান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় রাহুল গান্ধী জানান, তার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব তিনি সাহায্য করবেন।

রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একাধিক জনসভা করবেন তিনি।

রাজনৈতিক কর্মসূচি শুরুর আগে তিনি কলকাতায় নেমেই দুর্ঘটনাস্থলে চলে যান। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ০২ , ২০১৬
ভি এস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।