ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘুষ কাণ্ডের তদন্তে নামলো গোয়েন্দারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মার্চ ১৬, ২০১৬
ঘুষ কাণ্ডের তদন্তে নামলো গোয়েন্দারা

কলকাতা: স্ট্রিং অপারেশনের সত্যতা নিয়ে তদন্তে নামলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট   ডিরেক্টরেক্ট  (ইডি)।

বুধবার (১৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।



ভারতের আর্থিক অপরাধের তদন্ত করে ইডি। এর আগে পশ্চিমবঙ্গের সারদা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে সিবিআই–এর সঙ্গে তদন্ত করছে সংস্থাটি।

সম্প্রতি নারদ নিউজ নামে ভারতীয় এক অনলাইন সংবাদমাধ্যমে স্ট্রিং অপারেশন সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হয়। যা এরইমধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, ১২ জন তৃণমূল কংগ্রেস দলের নেতাকে অর্থ নিচ্ছেন। এ নিয়ে ভারতের সংসদেও প্রশ্ন ওঠেছে।

তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভিডিও জাল। এ নিয়ে অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে দলীয় সূত্র বলছে।

তবে নারদ নিউজ বলছে, এটা জাল নয়, আসল ভিডিও-ই এটা। যে কোনো পরীক্ষার জন্য তৈরি এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৬
ভিএস/এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।