ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিনির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিজেপি’র বিক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মার্চ ১০, ২০১৬
চিনির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিজেপি’র বিক্ষোভ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে সরকারি ন্যায্য মূল্যের দোকানে চিনির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং খাদ্য ও জনসংভরণ দফতর অধিকর্তার অফিস ঘেরাওয়ের চেষ্টা চালিয়েছে প্রদেশ বিজেপি দল।

বৃহস্পতিবার (১০ মার্চ) আগরতলায় এসব কর্মসূচি পালন করে দলটি।



বিজেপি’র অভিযোগ, রাজ্য সরকার কোনো রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তাই সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি তাদের।

বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সুবল ভৌমিক ও সম্পাদক তাপস দেবের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা রাজধানীর সার্কিট হাউস এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে গোর্খাবস্তির ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণ দফতর অধিকর্তার অফিস ঘেরাওয়ের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে বিজেপি’র কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বিজেপি কর্মী-সমর্থকরা অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন।
পরে সুবল ভৌমিক ও তাপস দেবের নেতৃত্বে ১০ জনের
প্রতিনিধি দল খাদ্য ও জনসংভরণ দফতরের অধিকর্তা সৌমিত্র ব্যানার্জীর সঙ্গে দেখা করে চিনির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের
দাবি জানান।

সুবল ভৌমিক জানান, রাজ্য সরকার যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে ত্রিপুরা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।