ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের প্রখ্যাত বাম নেতা অশোক ঘোষ প্রয়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, মার্চ ৩, ২০১৬
পশ্চিমবঙ্গের প্রখ্যাত বাম নেতা অশোক ঘোষ প্রয়াত অশোক ঘোষ

কলকাতা: বৃহস্পতিবার(৩ মার্চ) প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের বরিষ্ঠ নেতা অশোক ঘোষ। অশোক ঘোষ পশ্চিমবঙ্গ ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদর্শে দীক্ষিত অশোক ঘোষ পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের প্রবীণতম ব্যক্তি হিসেবে কাজ করে যাচ্ছিলেন।

ফেব্রুয়ারি মাসে তাকে শারীরিক অসুস্থতা জনিত কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা ১১ টা নাগাদ এই প্রবীণ বাম নেতা প্রয়াত হন।

তার মৃত্যুর সামনে আসতেই পশ্চিমবঙ্গের বামফ্রন্টের নেতারা হাসপাতালে রওনা দিয়েছেন। প্রয়াত অশোক ঘোষ ১৯৪৬ সাল থেকে ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদের দায়িত্ব সামলে আসছিলেন।

প্রবীণ এই নেতার মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৩ মার্চ , ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।