ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুয়েতে ত্রিপুরার যুবকের রহস্যজনক মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
কুয়েতে ত্রিপুরার যুবকের রহস্যজনক মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কুয়েতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ইমান হোসেন (২৪) নামে ত্রিপুরা রাজ্যের এক যুবকের। পরিবারের সদস্যদের অভিযোগ খুন করা হয়েছে তাকে।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) কুয়েতে ইমানের কর্মস্থলের পাশের এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইমান হোসেন ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এলাকার অন্তর্গত এন সি নগরের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিনমাস আগে কাজের সন্ধানে ইমান কুয়েত প্রবাসী হন। সেখানে হাসারিয়া এলাকায় একটি সংস্থায় কাজে যোগ দেন তিনি।

নিহত ইমানের ভাইয়ের অভিযোগ, গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ইমানের কর্মস্থলে তার ম্যানেজার ও সুপার ভাইজারের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের এই ঝগড়ার ঘটনা ইমান তার মোবাইল ফোনে রেকর্ড করে রাখেন।

রেকর্ডের সময় তা কোম্পানির এক নিরাপত্তাকর্মী দেখে ফেলে এবং ম্যানেজারকে জানিয়ে দেয়। তারপর থেকেই ইমান নিখোঁজ ছিলেন। পরদিন শনিবার কর্মস্থলের পাশের এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার হয়। তার এ মৃত্যু কিছুতেই স্বাভাবিক হতে পারে না বলে অভিযোগ ইমানের ভাইয়ের।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।