ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভাষার জন্য বাঙালি প্রাণ দিয়েছে, ভয় দেখিয়ে আটকানো যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ভাষার জন্য বাঙালি প্রাণ দিয়েছে, ভয় দেখিয়ে আটকানো যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঠিক একবছর আগে অমর একুশে গ্রন্থমেলা সংলগ্ন ‌এলাকায় লেখক অভিজিৎ রায়ের উপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। পরের দিন সবার চিন্তা ছিলো মেলায় মানুষ যাবে কিনা।

কিন্তু বইমেলা থেমে থাকেনি। পরের দিন মানুষ এসেছিলো। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের মানুষ এসেছিলো অন্য দিনের চেয়ে বেশি। ভাষার জন্য বাঙালি প্রাণ দিয়েছে, তাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কলকাতা বইমেলার মঞ্চে ‘বাঙালিয়ানা  ও বৈশ্বিকতা’ বিষয়ে বলতে উঠে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন

আসাদুজ্জামান নূর বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের পরে নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক আগামী দিনে আরও ভালো হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে সম্পর্ক আরও ভালো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।