ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

জোটের পক্ষে রাহুলকে মত দিলেন কংগ্রেস নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
জোটের পক্ষে রাহুলকে মত দিলেন কংগ্রেস নেতারা

কলকাতা: পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে নির্ধারিত সোমবার (০১ ফেব্রুয়ারি) দিল্লিতে বৈঠক করেন দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী।

বৈঠকে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে বামফ্রন্টের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা হয়েছে।



পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব এদিন রাহুল গান্ধীর সামনে তাদের মতামত জানিয়েছেন।

বৈঠক শেষে রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, জোটের বিষয়ে সব নেতারা তাদের মতামত প্রকাশ করেছেন।

এ বিষয়ে রাহুল গান্ধী তাদের জানিয়েছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে পরবর্তী করণীয় জানাবেন।

সূত্র জানায়, বৈঠকে প্রায় সব কংগ্রেস নেতারাই জোটের পক্ষে কথা বলেছেন। তবে নির্বাচনে কংগ্রেসের একাই ভোটে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন রাজ্যের কোনো কোনো জেলার নেতা।   

প্রকাশ্য সভায় কংগ্রেসকে ইতোমধ্যে জোটবদ্ধ হতে আমন্ত্রণ জানিয়ে রেখেছে বামফ্রন্ট। পশ্চিমবঙ্গের বাম এবং কংগ্রেস নেতাদের বড় অংশ মনে করছে এ জোটকে ভালোভাবেই নেবে রাজ্যের মানুষ।

সেক্ষেত্রে এখন একটাই অপেক্ষা কংগ্রেসের হাই কম্যান্ড কী সিদ্ধান্ত নেয়, তার ওপর।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।