ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
কলকাতায় পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় ঘেরা রেড রোড।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী রেড রোডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সামরিক বাহিনীর প্যারেড থেকে অভিবাদন গ্রহণ করেন।

সামরিক বাহিনী, পুলিশ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের তরফে শিক্ষার্থীরা  কুচকাওয়াজে অংশ নেয়। এছাড়া সরকারি বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন জেলার সুসজ্জিত ট্যাবলো ছিলো প্যারেডের অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।