ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছোট চলচ্চিত্রে বড় সম্মান ভারতীয় সেনাকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ছোট চলচ্চিত্রে বড় সম্মান ভারতীয় সেনাকে

কলকাতা: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) এক নতুন মাধ্যমের সাহায্যে ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানালেন ‘শর্ট ফিল্ম’ পরিচালক রেহান প্যাটেল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস।

১৯৫০ সালের এই দিনে স্বাধীন দেশটির সংবিধান রচিত হয়েছিল। তাই প্রত্যেক বছর যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যদার সঙ্গে পালন করা হয় এ দিবসটি।

ফিল্মের পরিচালক রেহান প্যাটেলের ৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে মাত্র তিনজন অভিনেতার অভিনয়য়ের মাধ্যমে তুলে ধরলেন এক গভীর বার্তা।

রেহান প্যাটেল বলেন, যখন গোটা দেশ ঘুমিয়ে থাকে, তখন রাত জেগে থাকা সেনারা, যখন কোথাও বন্যা হয় সেখানে উদ্ধার করতে যান, যখন কোথাও দেশের মানুষ আক্রান্ত হয়, তখন নিজেরদের প্রাণের ভয় না করা তাদের সাহায্যে এগিয়ে যান সেনারা। সেনারা আদৌ কি তাদের প্রাপ্য সম্মানটুকু পান?

তিনি ‍আরও বলেন, ক’জনই বা খোঁজ রাখেন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের।

‘ইন্ডিয়ান আর্মি-অনার দেয়ার স্যাক্রিফাইস’ নামের ৩ মিনিট ১৬ সেকেন্ডের এ ছবি ইউটিউবে প্রকাশ হওয়ার পরই গোটা ভারত জুড়ে সাড়া পড়েছে।

চলচ্চিত্রটি দেখতে ক্লিক করুন-https://www.youtube.com/watch?time_continue=189&v=-M10wjEiinQ

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।