ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পার্ক স্ট্রিটে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
কলকাতার পার্ক স্ট্রিটে ধর্ষণচেষ্টার অভিযোগ ছবি: প্রতীকী

কলকাতা: কলকাতার পার্ক স্ট্রিটে আবারও এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।



রোববার (২৪ জানুয়ারি) রাতে একাই পার্ক স্ট্রিট দিয়ে ফিরছিলেন এক তরুণী। এ সময় দুই যুবক তার পিছু নেয়। এক পর্য‍ায়ে তারা ওই তরুণীকে জোর করে কলকাতার পুরসভার ওয়ার্ড অফিসে নিয়ে যায়। স্বাভাবিক নিয়মে ওয়ার্ড অফিসে রাতে কোনো লোকজন ছিলো না। সেখানে তরুণীকে জোর করে মদ্যপান ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে ২০১২ সালে কলকাতার পার্ক স্ট্রিটে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিলো গোটা পশ্চিমবঙ্গ। সেই অপরাধের সাজা হয়েছে। যদিও মূল অপরাধী এখনো ফেরারি। তার ঠিক চার বছরের মাথায় আবারও ধর্ষণপ্রচেষ্টার খবরে পার্ক স্ট্রিট অঞ্চলসহ কলকাতায় নারীদের নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কলকাতার প্রাণকেন্দ্রে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ভিএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।