ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, জানুয়ারি ২৩, ২০১৬
ত্রিপুরায় দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে করবুক থানা ঘেরাও করেছেন বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে দলের কর্মী ও সমর্থকরা।

সম্প্রতি ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত করবুক মহকুমার গ্রামীণ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের প্রকাশ্যে ভয়ভীতি দেখায় এক শ্রেণীর সমাজদ্রোহী।



আর বিজেপি’র অভিযোগ এরা শাসক দল সিপিআই (এম) এর আশ্রিত।

এদিকে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন বিজেপি নেতারা। এরপর দুই দিন আগে বিজেপির এক কার্যালয়ে রাতের আ‍ঁধারে হামলা চালায় সমাজদ্রোহীরা। ‍ এ বিষয়ে পুলিশে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এসব সমাজদ্রোহীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার (২২ জানুয়ারি) করবুক থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে দলের শতাধিক কর্মী- সমর্থকরা। দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলে তাদের বিক্ষোভ কর্মসূচী।

খবর পেয়ে করবুক থানায় ছুটে যান ডিসিএম এবং এসডিপিও সহ পুলিশ বাহিনী। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে তারা  বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।