ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য দিবসের মূল অনুষ্ঠান আগরতলায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ত্রিপুরা রাজ্য দিবসের মূল অনুষ্ঠান আগরতলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্য দিবসের মূল অনুষ্ঠান শুরু হলো আগরতলায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।



এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ত্রিপুরা রাজ্যে পালিত হয় হয় ‘ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস’।

ওইদিন সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।  

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পি সিং প্রমুখ।

রাজ্যপাল তথাগত রায় তার বক্তব্যে বলেন- ত্রিপুরার মানুষ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে দেশের সামনে শান্তি ও সম্প্রতির পরিবেশ সৃষ্টি করেছে।

১৯৭২ সালে ত্রিপুরার পাশাপাশি উত্তরপূর্ব ভারতের মেঘালয় ও মনিপুর রাজ্য পূর্ণরাজ্যের মর্যাদা পায়।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।