ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসপাতালে মহাশ্বেতার জন্মদিন উদযাপন করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, জানুয়ারি ১৫, ২০১৬
হাসপাতালে মহাশ্বেতার জন্মদিন উদযাপন করলেন মমতা মহাশ্বেতা দেবী ও মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: প্রবীণ লেখিকা মহাশ্বেতা দেবীর জন্মদিন উদযাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কলকাতার এক বেসরকারি হাসপাতালে উপস্থিত থেকে কেক কেটে মহাশ্বেতা দেবীর জন্মদিন উদযাপন করেন তিনি।



বিগত বেশ কয়েক বছরের মতোই এই দিন মহাশ্বেতা দেবীকে শুভেচ্ছা জানাতে ভোলেন না তিনি।

সেই সঙ্গে প্রতি বছরের ন্যায় এই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবীর প্রিয় পারশে মাছ রান্না করে খাওয়ান। তবে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় ও  চিকিৎসকদের বারণ থাকায় এবার সেই রান্না খাওয়া হলো না তার ।

এদিকে জন্মদিন উদযাপন শেষে একই হাসপাতালে চিকিৎসাধীন বিখ্যাত গায়িকা নির্মলা মিশ্রর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৬
ভিএস/আরএইচএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।