ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্মার্ট ফোনে রেলের টিকিট পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, জানুয়ারি ৮, ২০১৬
স্মার্ট ফোনে রেলের টিকিট পশ্চিমবঙ্গে

কলকাতা: পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে স্মার্ট ফোনের মাধ্যমে।

শুক্রবার (০৮ জানুয়ারি) থেকে এই পদ্ধতি চালু হয়েছে।

স্মার্ট ফোনে একটি অ্যাপ ডাউনলোড করে নিলেই আর টিকিটের লাইনে দাঁড়ানোর দরকার নেই। চেকার টিকিট দেখতে চাইলে মোবাইল খুলে ‘ই-টিকিট’ দেখালেই চলবে।

এর ফলে লোকাল ট্রেনের টিকিট ছাপাতে বিপুল পরিমাণ কাগজের খরচ কমবে রেল দফতরের। ভারতীয় রেলের পরিভাষায় একে বলা হচ্ছে ‘পেপারলেস টিকিট’।

আগেই দূরপাল্লার ট্রেনে ই-টিকিট কাটার সুযোগ ছিল ভারতীয় রেলে। লোকাল ট্রেনে এ সুযোগ আসায় যাত্রীদের সময় আরও কম লাগবে বলে মনে করা হচ্ছে। এক সঙ্গে চারজনের টিকিট এই অ্যাপ থেকে কাটা যাবে।

ধীরে ধীরে যাত্রীদের কাছে এই পরিসেবা যথেষ্ট লাভজনক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।