ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল বিধায়কদের প্রথম বৈঠক

মন্ত্রিসভার আকার আপাতত ছোট হবে: মমতা

আনোয়ারুল করিম ও রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৫, ২০১১

মহারাষ্ট্র নিবাস (কলকাতা) থেকে: তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধানসভার সদস্য ‘বিধায়ক’দের (এমএলএ) বৈঠকে দলীয় সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘মন্ত্রিসভার আকার আপাতত ছোটই হবে। ’

রোববার বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার হরিশ মুখার্জি রোডের ‘মহারাষ্ট্র নিবাসে’ দলের ১৮৪ বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন মমতা ব্যানার্জি।



বৈঠকে বিধায়করা মমতা ব্যানার্জিকে বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেন। এছাড়া তাকেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পক্ষ থেকে ‘মুখ্যমন্ত্রী’ও মনোনীত করেন বিধায়করা।

এর বাইরে পার্থ চট্টোপাধ্যায়কে উপনেতা এবং শোভন দেব চট্টোপাধ্যায়কে চিফ হুইপ মনোনীত করা হয়।

বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, ‘সবাই শান্ত থাকুন, সংযত হোন। বুকে দুঃখ ও জ্বালা থাকলেও মানুষের প্রতি দায়বদ্ধতা বড় জিনিস। ’

তিনি আরও বলেন, ‘সিপিএমকে মানুষই শিক্ষা দিয়েছে। মানুষের শিক্ষাই বড় শিক্ষা। ’

মমতা আরও বলেন, ‘আমার একটি ছবি ভেঙে দিলে আপনারা আরও একটি ছবি বাঁধিয়ে নেবেন। ’

বিধায়কদের এ বৈঠকে তৃণমূলের ২৫ জন এমপিকেও আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।