ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাগাদের কুকুর ভোজ! হুগলিতে বিক্ষোভ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ২, ২০১১
নাগাদের কুকুর ভোজ! হুগলিতে বিক্ষোভ

কলকাতা: রাজ্য বিধানসভার চতুর্থ দফার ভোটের নিরাপত্তা তদারকি করতে আসা কেন্দ্রীয় বাহিনীর নাগাল্যান্ডের সদস্যদের খাদ্য গ্রহণ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দারা।

ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া প্রচলন রয়েছে ব্যাপক হারে।

ভোটের নিরাপত্তা দিতে আসা কেন্দ্রীয় বাহিনীর নাগা সদস্যরা গত কয়েকদিন ধরেই এই অঞ্চলের ভদ্রকালি থেকে কোন্নগর বাটা মোড় পর্যন্ত সড়কে থাকা বেওয়ারিশ কুকুর দিয়ে ভোজন সারছিলেন।

তাতে এলাকাবাসীর আপত্তি না থাকলেও সমস্যা শুরু হয় একটি পোষা কুকুরকে নিয়ে। মঙ্গলবার সকালে একটি বাড়ির কুকুরকে ধরে নিয়ে যায় নাগা জওয়ানরা। আর তাতেই শোরগোল শুরু হয় এলাকায়।

উত্তরপাড়ার বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন ছাড়াও উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে যায়।

কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এবং নাগাদের কুকুর খাওয়ার প্রচলন আছে বলে তাদের ফিরিয়ে দেয়।

এই ঘটনায় অঞ্চলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা এখন বিভিন্ন পশুপ্রেমী এনজিওর দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।