ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আরও এক আলু চাষির আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
পশ্চিমবঙ্গে আরও এক আলু চাষির আত্মহত্যা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে আরও এক আলু চাষি আত্মহত্যা করেছেন। এ নিয়ে গত কয়েকদিনে পরপর তিন আলু চাষির আত্মহত্যার খবর পাওয়া গেল।



রোববার (১৫ মার্চ) সকালে আলু ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (১৪ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের আরামবাগ মহকুমার এ চাষি আলু চাষের ক্ষয়ক্ষতি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।

পশ্চিমবঙ্গে এবার আলুর বাম্পার ফলন হওয়ায় আলুর দাম গিয়ে তলানিতে ঠেকেছে। হিমঘরগুলোতে আলু রাখার জায়গা নেই। এর ফলে মাঠে প্রচুর ফসল নষ্ট হচ্ছে।

জানা যায়, পশ্চিমবঙ্গে আলু উৎপাদনের অন্যতম ক্ষেত্র আরামবাগের হিমঘরগুলোর সামনে এখন আলুবোঝাই ট্রাকের সারি। এছাড়া প্রচুর পরিমাণ আলু মাঠেই পচে যাচ্ছে। পাইকারি বাজারে কেজি প্রতি আলু দুই রুপির কম দামে নেমে এসেছে। এ নিয়ে চাষিদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

অবশ্য রাজ্য সরকারের তরফ থেকে ৫০ হাজার টন আলু কেনার কথা বলা হয়েছে।

কিন্তু আলু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এবার যে পরিমাণ আলুর উৎপাদন হয়েছে, তাতে সরকারের এ ঘোষণা মোটেও যথেষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।