ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ড

এবার তৃণমূল কার্যালয়ে গোয়েন্দারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
এবার তৃণমূল কার্যালয়ে গোয়েন্দারা

কলকাতা: সারদা কাণ্ডে এবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় কলকাতার ৩৬ নম্বর তপসিয়া রোডের ‘তৃণমূল ভবনে’ গেছেন এনফোর্সমেন্ট ডাইরেকটরেট (ইডি)-এর গোয়েন্দারা।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পন্ডার খোঁজে দলটির প্রধান কার্যালয়ে যান গোয়েন্দারা।

সারদা কাণ্ডে ইডির নজরে রয়েছে তৃণমূলের ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্নর একটি টেলিভিশন চ্যানেল।

যে চ্যানেল বিক্রি করা হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। সেই চ্যানেলে জড়িত থাকার অভিযোগ রয়েছে শঙ্কুদেব পণ্ডার বিরুদ্ধে।

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা হিসেবে সামনের সারিতে উঠে আসেন শঙ্কুদেব পন্ডা। শাসক দলের সর্বভারতীয় এক নেতার ঘনিষ্ঠ এই ছাত্রনেতাকে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়।

এদিকে কার্যালয়ে গিয়ে শঙ্কুদেব পন্ডাকে পাননি গোয়েন্দা কর্মকর্তারা। তবে ফোনে তার সঙ্গে কথা হয়েছে তাদের।

সূত্র জানায়, শঙ্কুদেব পন্ডার বাড়িতে জেরার জন্য নোটিশ পাঠাবে ইডি। নোটিশের মাধ্যমে ৩০ ডিসেম্বর ইডি দফতরে হাজির হতে বলা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হানা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

তিনি জানান,  চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে সারদা মামলায়।

দলের পক্ষ থেকে এ বিষয়ের প্রতিবাদ করা হবে বলেও জানিয়েছেন এই পঞ্চায়েত মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।