ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পাকিস্তানে তালেবানি হামলায় ভারতের সব স্কুলে ২ মিনিট নীরবতা পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
পাকিস্তানে তালেবানি হামলায় ভারতের সব স্কুলে ২ মিনিট নীরবতা পালন

কলকাতা: পাকিস্তানের পেশোয়ারে মঙ্গলবার সামরিক বাহিনীর স্কুলে তালেবানদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পশ্চিমবঙ্গসহ ভারতের সব বিদ্যালয়ে দুই মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করেন। এ সময় নওয়াজ শরীফ পাকিস্তানের ঘটনার জন্য সংহতি হিসেবে ভারতের সব স্কুলে দুই মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন। এরপরই ভারত সরকারের পক্ষ থেকে সব স্কুলে এ অনুরোধ জানানো হয়।

নওয়াজ শরীফকে মোদী বলেন, ভয়াবহ এ ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ভারত পাকিস্তানের পাশে আছে।

এ সময় মোদী হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানকে আহ্বান জানান।

এ ছাড়া পাকিস্তানকে সব ধরনের সাহায্যের জন্য ভারত প্রস্তুত রয়েছে বলেও নওয়াজ শরীফকে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।