ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

‘কিস অফ লাভ’ এর সমর্থনে তসলিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
‘কিস অফ লাভ’ এর সমর্থনে তসলিমা তসলিমা নাসরিন

কলকাতা: পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে পুলিশি হয়রানীর প্রতিবাদে চলমান ‘কিস অফ লাভ’ আন্দোলনকে সমর্থন জানালেন তসলিমা নাসরিন ।

বিতর্কিত এই লেখিকা এক টুইট বার্তায় লিখেছেন, ‘বন্ধ হোক অশালীন ব্যবহার, হয়রানি এবং নির্যাতন।

আপনার প্রিয় মানুষকে চুম্বন করুন ঘরের ভিতরে এবং বাইরে। মানুষকে ভালবাসুন। এটা মানুষকে ঘৃণা করার থেকে অনেক ভাল। ’

‘কিস অফ লাভ’ আন্দোলন ক্রমেই গতি পাচ্ছে ভারতে। এই নিয়ে পক্ষে–বিপক্ষে আলোচনা-সমালোচনাও হচ্ছে যথেষ্ট।

তসলিমা নাসরিন তার টুইট বার্তায় বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলায় পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেছেন।

তিনি লিখেছেন, ৩ মিলিয়ন মানুষকে নিজামীদের মাধ্যমে খুন করেছে পাকিস্তান, ২ লাখ নারীকে ধর্ষণ করেছে। যুদ্ধাপরাধীদের সমর্থন করা পাকিস্তানের দুঃসাহস।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।