ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বীরভ‍ূম থেকে সরে গেলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
বীরভ‍ূম থেকে সরে গেলো পুলিশ

কলকাতা: আট দিন পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাখড়া ও চৌমন্ডল গ্রাম থেকে পুলিশের ত্রি-স্তরীয় ব্যারিকেড প্রত্যাহার করলো প্রশাসন। আট দিন আগে গ্রাম দখল কেন্দ্র করে তৃণমূল-বিজেপি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

তারপর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করেছিলো প্রশাসন।

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে পুলিশ ওই এলাকা ছাড়ে।

১৪৪ ধারা জারি করা হলে ওই অঞ্চলে একসঙ্গে পাঁচজন চলা-ফেরা করতে পারে না। কোনো রকম মিছিল, সভাও করা যায় না।

পুলিশের ব্যারিকেড তুলে নেওয়ার কারণ হিসেবে মহরমের কথা বলা হয়েছে। জানা গেছে, এই ধারার সাময়িক প্রত্যাহার করে দু’দিন পর ফের বৈঠকে বসবে প্রশাসন। সেই বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রাজনৈতিক মহলের ধারণা, কিছুটা চাপে পড়েই প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বীরভূমের মাখড়া গ্রামে ১৪৪ ধারা জারি হওয়ার পর বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি সেখানে গেলেও গ্রামে ঢুকতে পারেনি। বামফ্রন্ট, কংগ্রেসের নেতাদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তিও হয়।

এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। পাশাপাশি চলছিলো গ্রামবাসীদের বিক্ষোভও। এ সব কিছুকে সামাল দিতেই মহরমের ঠিক আগে ১৪৪ ধারা তুলে নেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা,  নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।