ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দামোদর চরে জব্দ বিস্ফোরক ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, অক্টোবর ১৭, ২০১৪
দামোদর চরে জব্দ বিস্ফোরক ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বর্ধমানের বাদশাহী রোডের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪০টি হ্যান্ড গ্রেনেড, ২৫ব্যাগ বিস্ফোরক, ৫টি সকেট বোমা দামোদর নদীর চরে ধ্বংস করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দামোদর নদীর চরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করা হয়।



এরপর শুক্রবার সকালে তা ‘লো ইন্টেন্সিভ এক্সপ্লোরেশন’ করানো হয় এসব বিস্ফোরককে।

সূত্র জানায়, ‘ভেপার ট্রেসার-এম ও ২’ নামে একটি আধুনিক বিস্ফোরণ খুঁজে বের করার যন্ত্র দিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করে এনআইএ-এর গোয়েন্দারা।

নদীর চরে এক একটি করে বিস্ফোরকগুলো ধ্বংস করা হয়। প্রবল শব্দে এবং আগুনের ফুলকি দূর থেকেও দেখা যায়।

এসময় উৎসুক জনতা নদীর চরে ভিড় করলেও তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭ , ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।