ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুরু হলো ত্রিপুরা বিধানসভার অধিবেশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
শুরু হলো ত্রিপুরা বিধানসভার অধিবেশন 

আগরতলা, (ত্রিপুরা): বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন।  

এদিন ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

এরপর মন্ত্রীরা তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেন।  

অধিবেশনের প্রথম দিনই মন্ত্রী সুধাংশু দাস উত্তর দেওয়ার সময় বিরোধী বাম ও কংগ্রেস বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংবিধানিক কথাবার্তা বলেছিলেন এই অভিযোগে তারা বিক্ষোভ দেখান এবং ওয়াক আউট করেন। পরবর্তী সময় আবার তারা অধিবেশনে যোগ দেন।

প্রশ্ন উত্তর পর্বের পাশাপাশি অধিবেশনের প্রথম দিন শোকজ্ঞাপন, রেফারেন্স পিরিয়ড, দৃষ্টি আকর্ষণী নোটিশ প্রভৃতি ছিল। এবারের অধিবেশন চলবে তিন দিন অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।