ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ট্যুরিস্ট স্পট পরিদর্শনে ৩৮  ভারতীয় পর্যটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
চট্টগ্রামের ট্যুরিস্ট স্পট পরিদর্শনে ৩৮  ভারতীয় পর্যটক ...

চট্টগ্রাম: চট্টগ্রামের ট্যুরিস্ট স্পট পরিদর্শনে এসেছেন ভারতীয় ৩৮ জন পর্যটক। ভারতের আগরতলা ও ত্রিপুরা রাজ্য থেকে আগতদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ।

 

শুক্রবার (২৫ নভেম্বর) ভারতীয় পর্যটক দল চট্টগ্রামের পতেংগা সী বিচ, চট্টগ্রাম বন্দর এলাকা, ইসকন মন্দির, কৈবল্যধাম ও রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।

বিকেলে পতেংগা সী বিচে আগত ভারতীয় পর্যটক দলকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদ ও এডিশনাল এসপি হাসান ইকবাল।

এ সময় চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান, পতেংগা সী বিচ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. ইসরাফিল মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 বাংলাদেশের পর্যটন কেন্দ্র পরিদর্শন করে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ভারতীয় পর্যটক প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।