ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক কাটার চার্জ ৫ কোটি টাকা দিল চট্টগ্রাম ওয়াসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
সড়ক কাটার চার্জ ৫ কোটি টাকা দিল চট্টগ্রাম ওয়াসা ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের বিভিন্ন সড়ক কাটার চার্জ বাবদ ৫ কোটি টাকা চট্টগ্রাম সিটি করপোরেশনকে দিয়েছে ওয়াসা।

রোববার (১৬ অক্টোবর) টাইগার পাসে মেয়রের দফতরে মেয়র রেজাউল করিম চৌধুরী হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

 

এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মো. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কারিগরি ত্রুটি ও পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছরের প্রথম থেকে চট্টগ্রাম নগরে পানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানান।

 
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।