ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উরকিরচর জনতা সংঘের ইসলামিক চিত্রপ্রদর্শনী উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, অক্টোবর ৭, ২০২২
উরকিরচর জনতা সংঘের ইসলামিক চিত্রপ্রদর্শনী উদ্বোধন  উরকিরচর জনতা সংঘের ইসলামিক চিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী।

চট্টগ্রাম: রাউজানের সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের দ্বিতীয় দিনের ইসলামিক আলোকচিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী।

 

সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, সাবেক সহ সভাপতি নুরুল আমিন। বক্তব্য দেন সাবেক সভাপতি মহিউদ্দিন ইমন, সাবেক কর্মকর্তা আব্দুস ছবুর, জানে আলম, মহিউদ্দিন চৌধুরী, এসএম আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নেজাম উদ্দিন চৌধুরী করিম, মোহাম্মদ আরিফুল ইসলাম, লোকমান আনছারী, মোহাম্মদ আলী প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।