ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপহৃত প্রবাসী ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
অপহৃত প্রবাসী ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় পূর্ব সরফভাটা সিকদার পাড়ার দুবাই প্রবাসী অপহৃত হারুন সিকদারকে ৪৮ ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে উদ্ধারের পর তাকে রাঙ্গুনিয়ায় নিয়ে আসেন (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘর থেকে বের হবার পর নিখোঁজ হন পূর্ব সরফভাটা সিকদার পাড়া নিবাসী আমিন শরীফের জ্যেষ্ঠ পুত্র হারুন সিকদার (৪৯)।  

হারুনের স্বজনেরা জানান, নিখোঁজের ঘটনার কয়েক ঘণ্টা পরই পরিবারের কাছে মোবাইল ফোনে ‘তারা আমাকে মেরে ফেলবে’- হারুনের কণ্ঠে এমন ভয়েস ম্যাসেজ আসে।

এরপর তারা মধ্যরাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

হারুনকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বুধবার (৫ অক্টোবর) সকালে দুটি মোবাইল নম্বরে দাবীকৃত ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাকে ছাড়েনি অপহরণকারী পরিচয়দানকারী অজ্ঞাত দুর্বৃত্তরা। উল্টো তারা আরও টাকার জন্য চাপাচাপি এবং অন্যথায় অপহৃতের প্রাণনাশের হুমকি দিতে থাকে। হতাশ হারুনের পরিবার গণমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন।  

হারুন শিকদার বলেন, পুলিশের চেষ্টায় আমার জীবন ফিরে পেয়েছি।  

অপহৃতকে উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও।  

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, উদ্ধারকৃত হারুন শিকদারকে শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।