ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহসিন চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহসিন চৌধুরী  মু. মোহসিন চৌধুরী।

চট্টগ্রাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ সরকারের কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজানের ফতেহ আলী চৌধুরী বাড়ির মাস্টার নুরুল আলম চৌধুরী ও খালেদা বেগমের মেজ ছেলে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মোহসিন চৌধুরীর পদোন্নতি কার্যকর হবে।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী তাঁর বড় ভাই এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী ছোট ভাই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।