ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩  ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলোর নিচে অন্ধকারে স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) ও মো. জাফর ইকবাল মাসুম (২০)।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সিআরবি কাঠের বাংলোর নিচে অন্ধকার স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৯-১০ সদস্যের ডাকাতদল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করা গেলেও অজ্ঞাত পরিচয়ের ৬-৭ ডাকাত পালিয়ে যায়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সিআরবি থেকে টাইগারপাস, টাইগারপাস থেকে পলোগ্রাউন্ডমুখী পথচারী ও যাতায়াতকারী গাড়ি টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল। গ্রেফতার মো. ইমরান হোসেন লাবুর বিরুদ্ধে ৬টি ও মো. জাফর ইকবাল মাসুমের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।