ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাত আটটার পর দোকান খোলা, দিতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
রাত আটটার পর দোকান খোলা, দিতে হলো জরিমানা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার পুরাতন ব্রীজঘাট বাজার, সৈন্যারটেক ও মইজ্জারটেক মোড় এলাকায় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

 

পিযূষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিংমলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শো-রুমসহ কাপড়ের দোকান মালিককে জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।